রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহতের সহকর্মী জুয়েল বলেন, সকালে থানা থেকে ফোন করে আব্দুল বারীর মরদেহ পড়ে থাকার বিষয়টি জানানো হয়।
গুলশান থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতের পেটে ছুরির আঘাত রয়েছে। কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল বারীর মৃত্যু হতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ