বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটের হাট- চান্দিনার জায়গায় অবৈধ ভাবে ৯টি ইটের দোকান ঘর নির্মাণ করায় উপজেলা নির্বাহী অফিসার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন।
১৪২৫ সালের হাট ইজারাদার ময়নুল মাস্টার তরি তরকারীর হাটটি নিদিষ্ট স্থান থেকে কৌশলে অন্যত্র স্থানান্তরিত করে। এবং নিজস্ব ভাবে ওই স্থানে ৯টি দোকানের একটি মার্কেট নির্মাণ করতে থাকে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম সহ ব্যবসায়ীরা তাকে নিষেধ করলে সে কিছু সন্ত্রাসী দিয়ে তাদেক বিভিন্ন ভয়ভীতি দেখায়। অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম ও ব্যবসায়ী আব্দুল ওহাব মোল্লা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ( চলতি দায়িত্ব) মোছাঃ শুকরিয়া পারভীনকে বিষটি অবগত করেন।
উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শুকরিয়া পারভীনের নিদেশে গত মঙ্গলবার বিকেলে পুলিশ ও রাজস্ব অফিসের লোকজন সরেজমিনে ডুগডুগীহাটে গিয়ে এ অবৈধ নির্মাণ কাজ বন্ধ সহ ৭ দিনের মধ্যে নির্মাণ করা ঘর গুলো ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস