বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুলগাঁও বালুচড়া বাজার চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬ নং ষোলশহর ও ১০৮ নং আমান বাজার শাখার যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) বাদ জুমা থেকে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে শুরু করে অক্সিজেন মোড়, বঙ্গবন্ধু এভিনিউ, আমানবাজার, হাটহাজারী গোল চত্বরসহ বিভিন্ন সড়কের মোড়ে মাহফিলের তোরণ, বিলবোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড উত্তোলন করে সজ্জিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্বদ্যিালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শাহেদ ইকবাল বাবু, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মুহাম্মদ তৌফিক আহমদ চৌধুরী, আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা কাযী মোহাম্মদ আবুল বয়ান হাশেমী ও চট্টগ্রাম দোকান মালিক সমিতি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আলহাজ মুহাম্মদ কামাল উদ্দীন তালুকদার।
আরও বক্তব্য রাখবেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের এশায়াত সম্পাদক হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস