চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দুই স্থানে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেলো নৌকা। ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থকরা বাঁশ ও লাল সবুজের কাপড়ে নৌকাগুলো তৈরি করে টানানো হয়। এ ছাড়াও চতন্তর গ্রামে নির্বাচনী অফিসে আগুন দেবার বৃথা চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
সোমবার দিনগত রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটে উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা মিজি বাড়ির সামনে ও ফুলছোঁয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে করে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বোরহান মিজি জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত আমরা নৌকাটির কাছে ছিলাম। সকালে খবর পেয়ে এসে দেখি বাঁশ ও কাপড় পুড়ে গেছে।
ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু জানান, নৌকা পুড়িয়ে দেবার ঘটনাকে আমরা ধিক্কার জানাই ও আইনগত সহায়তা কামনা করি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর জানান, খবর পেয়ে গোগরা এসে দেখি আমাদের দলীয় প্রতীক নৌকা পুড়িয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ হাবিবুর রহমান লিটন জানান, দুই স্থানে নৌকা পুড়িয়ে দেয়া ছাড়া ও চতন্তর গ্রামের নির্বাচনী অফিসে রাতে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখানে আমাদের সহকর্মীরা দুর্বৃত্তরা ধাওয়া করলে তারা মাঠে দিয়ে পালিয়ে যায়।
নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা আমার একার প্রতীক নয়। যারা নৌকাকে আগুন দিয়েছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ঘটনায় আমরা আইনগত সহায়তা চাইবো। অপরাধীদেকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে অফিসারসহ পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এআরকে