বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজির সদস্য সন্দেহে ৫ জনকে আটক করেছে র্যাব।
বুধবার র্যাব-২ তাদেরকে আটক করে।
আটকদের মধ্যে হুজির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মো. রাশেদুল আলম রয়েছেন। আটকরা র্যাবের কাছে আল আনসার নামে নতুন একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস