রাজধানীর হাজারীবাগে বটতলা আনোয়ারুল উলুম মাদরাসা ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন- বাদল মিয়া (৪৫), তার ছেলে তানভীর হোসেন (৮) ও আমির হোসেন (৬০)।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন।
আহত বাদল মিয়া বলেন, ভোট দিয়ে ছেলেকে একটি দোকান থেকে চকলেট কিনে পাশেই দাঁড়িয়েছিলাম। এসময় পরপর দুটি বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি আমার ছেলের পা ও গলায় রক্ত ঝরছে। আমার ভাইয়েরও পা রক্তাক্ত হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে বিস্ফোরণে আহত শিশুসহ তিনজন ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে এসেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ