দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কা্লব) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারী) বিকেলে কা্লব এর নিজস্ব কার্যালয়ে কমিটির সভাপতি জহুরুল হক এর সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কা্লব) এর ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার সিমা।
এসময় উপস্থিত ছিলেন, কা্লব এর ‘ক’ অঞ্চল এর ডিরেক্টর একরামুল হক, জেলা কা্লব ইউনিয়নের সহকারী ব্যবস্হাপক হাবিবুর রহমান, নবাবগঞ্জ কা্লব ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ( মুকুল) হাকিমপুর কা্লব ইউনিয়নের ম্যানাজার হরিপদ চন্দ্র, অফিস সহকারী মোহাম্মদ আলী, ও মিনহাজুল ইসলাম প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যগন হলেন, সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ (বাবু), সহসভাপতি রবিউল ইসলাম, ট্রেজারার আজিনুর রহমান, ডিরেক্টর কাওছার রহমান ও নার্গিস পারভীন।
বাংলা৭১নিউজ/এসএস