বাংলা৭১নিউজ,ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তার পুনরায় সাক্ষ্যগ্রহণ ও কেস ডায়েরি তলবের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বেলা ১১টায় সুপিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই দুইটি আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিতের প্রার্থনা জানানো হয়েছে।
গত রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য-জেরা ও কেস ডায়েরি তলবে খালেদা জিয়ার দুইটি আবেদন খারজি করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। শিগগিরই আবেদন দুইটি শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে পেশ করা হবে বলে জানান ঐ আইনজীবী।
বাংলা৭১নিউজ/এসএইস