সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

হাঁস পালনে ভাগ্য ফেরালেন আজমত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : চারিদিকে শুধু মাঠ আর মাঠ। নির্জন ওই স্থানটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়িসহ আশপাশের শত শত বাথান এলাকার দৃশ্য। ওই মাঠের মধ্য দিয়ে বহমান ধলাই নদীতে হাঁস প্রতিপালন করে স্বাবলম্বী হয়েছেন আজমত আলী নামের এক সফল খামারী। তার দেশের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার গাড়–লিয়া গ্রামে। ৩০ টি হাঁস প্রতিপালনের মাধ্যমে প্রাথমিকভাবে এ কাজ শুরু করেছিলেন তিনি। একনিষ্ঠ পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যেই তিনি ১২শ’ হাঁসের মালিক হয়ে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছেন।

জানা গেছে, গত বছর সফল খামারী আজমত আলী শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ধলাই নদীর পাশে একটি হাঁসের খামার স্থাপনের জন্য শাহজাদপুরে আসেন। স্বল্প পুঁজি দিয়ে শুরু করে অতি অল্প সময়ের ব্যবধানে তিনি হাঁস প্রতিপালন করে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হয়েছেন। হাঁস প্রতিপালন করে তিনি জমিজমা ক্রয়সহ ছেলে-মেয়েদের লেখাপড়া স্বাচ্ছন্দের সাথে পরিচালনা করছেন। খামারী আজমত আলী জানান, হাঁস প্রতিপালনের উপযুক্ত ক্ষেত্র হলো নদী তীরবর্তী এলাকা।

উপযুক্ত ক্ষেত্র হওয়ায় তিনি হাঁস প্রতিপালনের জন্য শাহজাদপুরের এ স্থান বেছে নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, নদী তীরবর্তী এমন এলাকায় হাঁসের অন্যতম প্রধান খাদ্য শামুকসহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খুব সহজেই মেলে। এতে হাঁস প্রতিপালনে হাঁসের খাবারের ব্যয় কমে প্রায় শুণ্যের কোঠায় নেমে আসায় লাভের পরিমান বেশী হয়। প্রতিদিন সকালে তিনি নদীতে হাঁসগুলোকে ছেড়ে দেন এবং সন্ধ্যায় ফের খামারে নিয়ে যান।

খামারে থাকাবস্থায় হাঁসগুলোকে ধান ও গম খাবার হিসেবে দেয়া হয়। প্রায় ১২শ’ হাঁসের মধ্যে উল্লেখযোগ্য পরিমান নিয়মিত ডিম দেয়ায় ডিম বিক্রি করেও দৈনিক একটা বড় অংকের অর্থ পাওয়া যায়। এসব কাজের জন্য ৩/৪ জন কর্মচারীকে বেতনের ভিত্তিতে সেখানে রাখা হয়েছে। কিন্তু এলাকাটি অপেক্ষাকৃত দুর্গম হওয়ায় অনেকেই বেশী অর্থ ছাড়া সেখানে কাজ করতে চান না। তার পরেও পেশাটি অত্যন্ত লাভজনক হওয়ায় দুর্গম স্থানে বেশী বেতনের কর্মচারী রেখেও যে নীট মুনাফা

আয় হয় তা অতি দ্রুত তাকে সাবলম্বী করে তুলেছে। সফল খামারী আজমত আলী দেশের বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন,‘বেকারেরা অতি অল্প পুঁজিতে তার এ পেশা অনুকরণ করে অল্প সময়েই তাদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকেও গতিশীল করতে পারেন। এ জন্য হাঁস প্রতিপালন বিষয়ে সব ধরনের সহযোগীতার বেকারদের দেয়ারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com