ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ ছাত্রী প্রশাসনের নির্দেশে স্থায়ীভাবে হল ছেড়েছেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামছুল আলম।
হল ছেড়ে যাওয়া ছাত্রীরা হলেন, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে হল ছাড়েন নির্যাতনে অভিযুক্ত ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের মাওয়াবিয়া জাহান। বাবার সঙ্গেই তিনি ক্যাম্পাস ছেড়েছেন। পরে দুপুরে নিজের মালপত্র গুছিয়ে হল ছাড়েন একই অভিযোগে অভিযুক্ত আইন বিভাগের একই সেশনের ইসরাত জাহান মীম। এছাড়া হল ছেড়েছেন ফাইন আর্টস বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্রী হালিমা আকতার ঊর্মী। মীম ও ঊর্মী হলের ১০৯ নম্বর কক্ষে ছিলেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হল ছাড়েন ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার কর্মী ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামছুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই অন্তরা ও তাবাসসুম ওইদিন সন্ধ্যায় হল ত্যাগ করেন। পরে হলের পক্ষ থেকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত জানালে গতকাল দিনের বিভিন্ন সময়ে বাকিরা সবাই হল ছেড়েছে।
এদিকে শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ