বাংলা৭১নিউজ, ঢাকা: গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- ফাইয়াজ, তাহমিদ হাসিব খান, ইশরাত আকন্দ, ভারতীয় নাগরিক আরিশা জৈন ও অনিন্দিতা কবির। অসমর্থিত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নিহতদের মধ্যে ফাইয়াজ শিল্পপতি লতিফুর রহমানের নাতি, ইশরাত আকন্দ আফতাব গ্রুপের মালিকের মেয়ে, অনিন্দিতা কবীর ফিতান এলিগ্যান্ট গার্মেন্টস মালিকের মেয়ে এবং অন্যজন ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ।
তবে শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের পর দুপুরে আইএসপিআরের সংবাদ সম্মেলনে শুধু ২০ জন বিদেশির মৃত্যুর তথ্যই জানানো হয়।
বাংলা৭১নিউজ/এম