হবিগঞ্জে সবুজ মাঠে ১২ হাজার বর্গফুটের জাতীয় পতাকা চিত্রিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার পইল গ্রামের বড়পোতা মাঠে স্থানীয় ব্যবসায়ী মোদারিছ আলী টেনুর উদ্যোগে সবুজ মাঠে এ পতাকা চিত্রিত করা হয়। পতাকাটি দেখতে আশপাশের এলাকার মানুষের ঢল নামে। দুই দিনে চিত্র শিল্পীসহ ২৫ কর্মচারী এ পতাকা তৈরি করেন।পরিবেশ বান্ধব ধানের খড় দিয়ে তৈরি করা হয় এ পতাকা।
মোদারিছ আলী টেনু জানান, সুবর্ণজয়ন্তীতে বিজয়ের আনন্দকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পেরে গর্বিত বোধ করছি।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য এ পতাকা প্রদর্শনীর আয়োজন করতে পেরে গর্বিত মনে করছি।
বাংলা৭১নিউজ/এবি