বাংলা৭১নিউজ, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিলা কাটার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ সকাল ৮টার দিকে উপজেলার বজরাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুক মিয়া (৪০) নবীগঞ্জের কায়েস্ত গ্রামের শাওন মিয়ার ছেলে ও শামসুল হক (৩৫) একই এলাকার শঙ্কর সেনা গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, সকালে মাসুক মিয়া ও শঙ্করসহ কয়েকজন শ্রমিক টিলায় মাটি কাটতে যায়। এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে তাদের ওপর পড়লে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
নবীগঞ্জ থানার ওসি আবদুল বাতেন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম