বাংলা৭১নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, ৫/৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে।
পুলিশ স্থানীয় কালিমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলে ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত পাঁচটি রামদা, একটি ধারালো ছোরা, একটি গ্রিল কাটার মেশিন, একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
এদিকে ডাকাতদের হামলায় এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, এসআই শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এম