বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় নিখোঁজ দুই শিশুর ভাসমান মরদেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- সালমান মিয়া (৬) ও তায়েব মিয়া (৫)।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালমান মিয়া বল্লবপুর গ্রামের বাসিন্দা সাইফুল মিয়ার ছেলে ও তায়েব মিয়া তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনু মিয়া জানান, সোমবার বিকাল থেকে নিখোঁজ হয় সালমান ও তায়েব। আশপাশের এলাকায় অনেক খোঁজ করলেও তাদের পাওয়া যাচ্ছিল না।
এর পর শিশুদের নিখোঁজ হওয়া নিয়ে মাইকিংও করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/পিআর