বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

হন্ডুরাসকে উড়িয়ে দিয়ে ফাইনালে ব্রাজিল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শক্তিমত্তায় হন্ডুরাস নিঃসন্দেহে ব্রাজিলের চেয়ে পিছিয়ে ছিল। কিন্তু তাই বলে হন্ডুরাসকে কেউ খাটো করে দেখার সাহস পায়নি।

পাবে কী করে! এই দলটি যে সেমিফাইনালে এসেছে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে। আর যাই হোক তাদের বিপক্ষে জয় পেতে ব্রাজিলকে ঘাম ঝরাতে হবে বলেই অনেকের ধারণা ছিল।

কিন্তু কীসের কী? ব্রাজিলের বিপক্ষে তারা রীতিমতো নাস্তানাবুদ। তাদেরকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। নেইমারের এক গোল ও গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোলে ভর করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেকাওরা।

দ্বিতীয়াধে আরো তিনিট গোল করে নেইমাররা। তাতে ৬-০ গোলে বিধ্বস্ত হয় হন্ডুরাস। দ্বিতীয়াধের অন্তিম মুহূর্তে নেইমার তার জোড়া গোল পূর্ণ করেন। এ ছাড়া মারকুইনহোস ও লুনা একটি করে গোল করেন।

বুধবার রাতে ম্যাচ শুরুর ১৪ সেকেন্ডের মধ্যে নেইমার গোল করে বসেন। তাকে গোলে সহায়তা করেন জনি প্যালাসিও। এ সময় হন্ডুরাসের ডি বক্সের মধ্যে নেইমার বল পেয়ে যান। তাকে রুখতে এগিয়ে আসেন হন্ডুরাসের গোলরক্ষক লুইস লোপেজ। কিন্তু নেইমার তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসাস। তাকে গোলে সহায়তা করেন লুয়ান। এরপর ৩৫ মিনিটের মাথায় নেইমারের থ্রো থেকে বল পেয়ে যান জেসাস। এবারও তিনি বল জালে জড়িয়ে দেন। আর ব্রাজিল সমর্থকদের উল্লাসে ভাসান।

নেইমারের এক গোল ও জেসাসের জোড়া গোলে ভর করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় ব্রাজিল। বিরতির পর ৫১ মিনিটের মাথায় নেইমারের নেওয়া কর্নার কিক থেকে গোল আদায় করে নেন মারকুইনহোস। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৭৯ মিনিটে ফিলিপে অ্যান্ডারসনের সহায়তায় লুনা গোলের দেখা পেলে ব্যবধান হয় ৫-০। আর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন অধিনায়ক নেইমার।

অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বর্ণ জয়ের লক্ষ্যে নাইজেরিয়া অথবা জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com