বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনউল হোসেন খান নিখিল-এর নির্দেশে নেত্রকোনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক বিপর্যস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেত্রকোনা জেলা শাখা শুক্রবার বাদ আছর স্থানীয় শহীদ মিনারে প্রায় ৫ শতাধিক অসহায়, হত-দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহবায়ক দেওয়ান রনি, যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান জামি, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফ খান বিপ্লবসহ যুবলীগের নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জিকে