বাংলা৭১নিউজ, শরীয়তপুর প্রতিনিধি: জোসনা রানী হত্যার দায়ে মামলার একমাত্র আসামী রুবেল মোল্যাকে ফাঁসির আদেশ দিয়েছে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মরিয়ম মুন মুঞ্জুরী।
দীর্ঘ ৩ বছর মামলার চলাকালিন শ্বাক্ষ প্রমান ও যুক্তিতর্ক শুনানি শেষে (২০ জুলাই) বৃহস্পতিবার হত্যা দিনেই রায়টি ঘোষনা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ জুলাই দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার চরগাজিপুর গ্রামের শাহাজান মোল্যার ছেলে রুবের মোল্যা প্রতিবেশী নিহতের ছেলে স্বপন চন্দ্রকে হত্য হত্যা উদ্দেশ্যে খোজতে থাকে। তাকে না পেয়ে তার মা জীবন চন্দ্র দেবনাথের স্ত্রী জোসনা রানী দেবনাথকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় জোসনা রানীর ছেলে স্বপন চন্দ্র দেবনাথ বাদী হয়ে ঐ দিনই পালং মডেল থানায় রুবেলকে আসামী করে মামলার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
নিহতের ছেলে দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আজ আমার মায়ের মুত্যু বার্ষিকী। সেই দিনে মায়ের হত্যাকারীর ফাঁসির রায় শুনে আমি ও আমার পরিবারের সবাই সন্তুষ্ট। আমার মায়ে আত্মার শান্তি কামনায় দ্রুত এ রায় কার্যকর করার জন্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আসামী পক্ষের আইনজীবী বজলুর রশিদ আখন্দ বলেন, আমরা সঠিক বিচার পাইনি এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।
বাংলা৭১নিউজ/জেএস