বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হত্যাসহ একাধিক মামলার আসামি আব্দুল হাকিমের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পদ্মবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাকিম একই উপজেলার আইলহাস গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে পদ্মবিলের পানিতে আব্দুল হাকিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কান্তি দাস, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, নিহত আব্দুল হাকিমের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে