শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার

হত্যার ১৪ দিন পর বাবুলের মরদেহ ফেরত দিল বিএসএফ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(নীলফামারী)প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার ১৪ দিন পর বাবুল মিয়ার (২৫) মরদেহ ফেরত পেয়েছে পরিবার। মঙ্গলবার রাত নয়টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির উপস্থিতে নীলফামারীর ডিমলা থানা পুলিশের কাছে বাবুল মিয়ার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ইসাহাক মন্ডল, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু হানিফ। ভারতের পক্ষে ছিলেন ৫৪ বিএসএফের উপ-অধিনায়ক এসওয়াই খেঙ্গারু, কোচবিহারের কুচলিবাড়ি থানার সার্কেল কর্মকর্তা পুরান রায় ও সুবাস চন্দ্র রায়।

পরে বাবুল মিয়ার মরদেহ তার বাবা নূর মোহাম্মদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকে ছেলের মরদেহ গ্রামের বাড়ি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জে নিয়ে আসেন।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ ভোরে ডিমলা উপজেলার তিস্তা নদীর চরে গরু চড়াতে গিয়ে ভুলক্রমে ৭৭২ নং পিলারের কাছে বাবুল মিয়া, সাইফুল ইসলামসহ (১৪) কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেন। এ সময় ভারতের উড়াল বিওপির বিএসএফ সদস্যরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া নিহত হন।

এছাড়া উপজেলার ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৪) আহত হলেও বাকিরা ফিরে আসতে সক্ষম হন। পরে বিএসএফ আহত সাইফুলকে আটকসহ নিহত বাবুলের মরদেহ নিয়ে যায়। এরপর কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার পুলিশ বাবুলের মরদেহ ময়নাতদন্ত শেষে হিমগারে রাখে।

এদিকে বাবুলের মরদেহ ফিরিয়ে দেয়ার জন্য তার পরিবার ও এলাকাবাসী সীমান্তে মানববন্ধন কর্মসূচি পালনসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দফতরে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে ঘটনার ১৪ দিন পর বিএসএফ বাবুলের মরদেহ ফেরত দিলেওিআহত সাইফুলকে ফেরত দেয়ার বিষয়ে কিছুই জানায়নি।

সাইফুলের বাবা গোলজার হোসেন বলেন, বাবুলের মরদেহ ফেরত পেয়েছে তার পরিবার। এখন সাইফুলকে ফেরতের দাবি জানাচ্ছি। কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার সার্কেল কর্মকর্তা পুরান রায় জানান, সাইফুলকে শিশু শোধনাগারে রাখা হয়েছে। উভয় দেশের পতাকা বৈঠকের পর আগামী ৩ মাসের মধ্যে তাকে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/আইএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com