বাংলা৭১নিউজ,রিয়াদ : সৌদি আরবের রাজধানী রিয়াদে হত্যার দায়ে মঙ্গলবার এক যুবরাজের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। তার নাম প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবির।
তিন বছর আগে রাজধানী রিয়াদে এক সৌদি নাগরিকের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে এই যুবরাজ তাকে গুলি করে হত্যা করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র তালিকা অনুযায়ী, চলতি বছর সৌদি যুবরাজকে নিয়ে ১৩৪ জনের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হল।
প্রতিনিধিরা জানান, দেশটির রাজ পরিবারের সদস্যদের মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা বিরল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুবরাজ তার স্বদেশী এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সরকার ‘সকলের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের ব্যাপারে বদ্ধপরিকর।’
সৌদি আরবে হত্যা ও মাদক পাচারের দায়ে অধিকাংশ মৃত্যুদন্ড কার্যকর করা হয়। জানুয়ারি মাসে একই দিনে ‘সন্ত্রাসবাদের অভিযোগে’ সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরসহ ৫০ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
বাংলা৭১নিউজ/সি এইস