বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের কৃষক মোঃ আবুল হোসেন (৬০) হত্যার ২০ দিন পর থানায় মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার পটুয়াখালী জ্যেষ্ঠ জুডিশিয়াল দ্বিতীয় আদালতে বিচারক ফাইজুর রহমান নিহতের স্ত্রী মোসা. আলেয়া বেগম একটি
নালিশি পিটিশনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওই গ্রামের আবুল হোসেনের সঙ্গে বড় ডালিমা গ্রামের আলমগীর প্যাদা ও রাশেদুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুলাই দুপুর বেলা আলমগীর ও রাশেদুলের নেতৃত্বে কয়েকজন আবুল হোসেনকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে তাঁর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এরপর তার অবস্থার অবনতি হলে ১৯ মার্চ বাউফল হাসপাতালে নিয়া আসা হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাপনো হয়। এরপর ২১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই বিকেলে তিনি মারা যান। নিহতের স্ত্রী আলেয়া বেগম অভিযোগ
করেছেন,‘মারা যাওয়ার পরের দিন আমি বাউফল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।’ এরপর আমি নিরুপায় হয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) পটুয়াখালী আদালতে একটি নালিশি পিটিশন দায়ের করি”।
এ ব্যাপারে ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন,“ শুনেছি আবুল হোসেনের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ওই থানার পুলিশ তাঁর ময়না তদন্ত করেছেন। এ কারণে বাউফল থানায় মামলা নেওয়া হয়নি। এখন জানালাম তার স্ত্রী (আবুল হোসেন) আদালতে মামলা করেছেন। আদালত সেই মামলা থানায় রজু করার জন্য নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত আদেশের কাগজপত্র হাতে পাইনি। পেলে , সঙ্গে সঙ্গে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলা৭১নিউজ/জেএস