শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

হঠাৎ করেই আমরা প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ি: বিরাট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,খেলাধুলা ডেস্ক: কিংস ইলেভেনকে হারিয়ে ফের প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ শেষ দু’টি ম্যাচ বড় ব্যবধানে হারালে প্লে-অফের যাওয়ার ক্ষীণ আশা রয়েছে বলে মনে করেন রয়্যাল ক্যাপ্টেন বিরাট কোহলি৷ সোমবার হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে চনমনে বিরাটশিবির৷

কিংস বধের পর বিরাট বলেন, ‘গত এক সপ্তাহ অন্য ম্যাচ গুলো ফের আমাদের একটা রাস্তা করে দিয়েছে৷ একটা সময় মনে হয়েছিল, টুর্নামেন্ট থেকে আমরা ছিটকে গিয়েছি কিন্তু অন্য ম্যাচ গুলির ফলে পয়েন্ট টেবল ফের ওপেন হয়ে যায়৷ শেষ দু’টি ম্যাচ জিতলে আমাদেরও একটা সুযোগ থাকবে, যদি আমরা নেট রান-রেট ভালো রাখতে পারি৷’

সোমবার ইন্দোরে অন্য বিরাট কোহলিদের দেখে রয়্যাল সমর্থকরা৷ বল হাতে প্রথমে কিংস ইলেভনকে ৮৮ রানে অল-আউট করে দেওয়ার পর কোনও উইকেট না-হারিয়ে রান তুলে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং৷ বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং৷ তিন দিক থেকেই কিংস ইলেভেনকে পিছনে ফেলে হঠাৎ করেই ফের প্লে-অফের রাস্তায় ঢুকে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ বিরাটরা বড় ব্যবধানে জেতায় ফের তিন নম্বরে উঠে আসে কেকেআর৷ সানরাইজার্স (১২ ম্যাচে ১৮) এবং চেন্নাই (১২ ম্যাচে ১৬) প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে৷ বাকি দু’টি জায়গার জন্য লড়াই কেকেআর (১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে), রাজস্থান (১২ ম্যাচে ১২ পয়েন্ট), পঞ্জাব (১২ ম্যাচে ১২ পয়েন্ট), মুম্বই (১২ ম্যাচে ১০ পয়েন্ট) ও ব্যাঙ্গালোরের (১২ ম্যাচে ১০ পয়েন্ট) মধে৷

ম্যাচ শেষে কোহলি বলেন, ‘ টস থেকেই আজকের দিনটা আমাদের কাছে পারফেক্ট ছিল৷ প্রথমে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখা, পরে ব্যাটিংয়ে সেরাটা দেওয়া৷ আমাদের হারানোর কিছু ছিল না৷ এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নেমেছিলাম৷ পরের ম্যাচটা জিতলে শেষ ম্যাচটা অত্যন্ত পূর্ণ হয়ে যাবে৷’ কিংসকে বড় ব্যবধানে হারানোয় রান-রেটে উন্নতি করে রয়্যালবাহিনী৷ ১২ ম্যাচে বিরাটদের ১০ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পর অর্থাৎ সাত নম্বরে রয়েছে আরসিবি৷ শেষ দু’টি ম্যাচে বিরাটরা খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com