হজযাত্রীদের যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী (ভিডিও)
বাংলা৭১নিউজ,ঢাকা
আপলোড সময়
শুক্রবার, ৩ জুন, ২০২২
২৫
বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলে ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা সহজতর হয়েছে। হজযাত্রীদের যেকোনো হয়রানি বন্ধে সরকার সচেষ্ট।
এ সময় তিনি হজযাত্রীদের সৌদি নিয়মকানুন ও আইন মেনে চলার পরামর্শ দেন। এছাড়া ইবাদতের পাশাপাশি দেশের সম্মান বজায় রাখতেও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেশের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। নিজের সুস্থতা নিশ্চিত করে যাবতীয় কার্যক্রম করবেন। ই-হজ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে হাজিদের কষ্ট লাঘব হয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে হজ করে আসতে পারেন–এই প্রত্যাশা করি।’
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ধর্মসচিব কাজী এনামুল হাসান, বিমান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।