বাংলা৭১নিউজ,ডেস্ক: নুতন নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হোল, হংকংয়ের সংবাদ মাধমের বিশিষ্ট” টাইকুন”ও ব্যবসায়ী, জিমি লাই’কেI তাঁর বিরুদ্ধে বিদেশী শক্তির সঙ্গে যোগ-সাজসের অভিযোগ আনা হয়েছে। তাঁর এক শীর্ষ সহযোগী টুইটার মারফত জানান, নুতন নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে এই গ্রেফতার এখন কঠোরভাবে সমালোচিত এবং পশ্চিমি দেশগুলি থেকে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে।
নুতন ঘোষিত নিরাপত্তা আইনে চীন, যাকে, ক্ষতিসাধন, বিচ্ছিন্নতা, সন্ত্রাসবাদ এবং বিদেশী যোগ-সাজসের সঙ্গে সম্পৃক্ত করবে, তাকেই শাস্তিস্বরূপ যাবতজীবন কারাদণ্ড দিতে পারবে।
মে মাসে রয়টারের সঙ্গে সাক্ষাৎকারে লাই, হংকংয়ে বসবাস করার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
বাংলা৭১নিউজ/সূত্র: ভোয়া