বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের খালপাড় নামক বাজার সংলগ্ন একমাত্র পাকা সড়কটি মেরামতের পর মাত্র পাঁচ মাসে বড় ধরনের ধ্বস দেখা দেওয়ায় বেশ কিছু দিন ধরে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। উক্ত বাজারের পশ্চিম পাশে মীরবাড়ী মসজিদ সংলগ্ন পাকা রাস্তার অর্ধেক অংশ জুড়ে ধ্বসে খালের ঢালে দেবে গেছে। এছাড়া রাস্তাটির বিভিন্ন অংশে লম্বাকৃতি করে পাইলিং সহ ধ্বসে রয়েছে। ফলে রাস্তাটি সরু হয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলাবাসী পার্শ্ববতী হাট কৃষ্ণপুর বাজার, ভাষানচর বাজার ও চর চাঁদপুর বাজারে পন্য পরিবহন বন্ধ আছে।
এ ব্যপারে বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ মোল্যা বলেন, “ রাস্তা মেরামতকালে আমরা বার বার নিষেধ করার পরও এলাকার মুসল্লিরা মসজিদের উত্তর কোণা রাস্তার অংশ জুড়ে পাকাকরন করেছে। তাই মসজিদ পয়েন্টে খালের ঢাল অংশ মাটি দিয়ে ভরাট করে পাকা রাস্তা নির্মান করতে হয়েছে। ফলে ভারী বৃষ্টিতে পাকা রাস্তা খলের মধ্যে ধ্বসে গেছে। তিনি আরও জানান, “সরকারি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব কর্মকর্তাদের কিন্ত তা রক্ষনাবেক্ষন করার দায়িত্বতো এলাকাবাসীর। ওই এলাকার লোকজনের দায়িত্বরোধ বলতে কিছুই নেই।
জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরের শেষ নাগাদ জুন-জুলাই মাসে উপজেলা লোহারটেক গ্রামের খালপাড় বাজার সংলগ্ন রাস্তাটি প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ দিয়ে মেরামত করেন উপজেলা এলজিইডি। এ রাস্তা মেরামত কাজ সম্পন্ন করার দু’মাস পার না হতে বিভিন্ন সময় ভারী বৃষ্টিপাতে রাস্তাটিতে ধ্বস দেখা দেয়। সম্প্রতী রাস্তার বিভিন্ন অংশে ধ্বস ও ভেঙে যাওয়ায় যান চরাচল বন্ধ রয়েছে। এতে সীশাহীন জনদুর্ভোগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার উক্ত বাজারের ব্যাবসায়ী ফারুক তালুকদার সহ এলাকাবাসী জানায়, অত্যন্ত নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করায় রাস্তাটি টিকে নাই। রাস্তাটির অর্ধেক অংশ ধ্বসে যাওয়ার কারনে আশপাশের তিনটি বড় বড় বাজারে যাবতীয় পন্য পরিবহন বন্ধ রয়েছে। শুধু ভ্যান রিক্সা ও পায়ে হাটা ছাড়া এ রাস্তা আর কোনো কাজে আসছে না।
বাংলা৭১নিউজ/জেএস