এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে মোট শত কোটি ডলারের একাধিক ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ও এডিবির পক্ষে চুক্তির নথিতে স্বাক্ষর করেন যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।
উল্লেখযোগ্য চুক্তির আওতায় রয়েছে ঢাকা-উত্তর-পশ্চিম আন্তর্জাতিক সড়ক করিডর উন্নয়ন। এ খাতে বাংলাদেশ পাবে ৩০ কোটি ডলার ঋণ।
জানা গেছে, স্মার্ট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎশক্তির দক্ষতা বাড়ানোর জন্য ২০ কোটি ডলারের ঋণ চুক্তির স্বাক্ষর হয়েছে। যা ক্লিন এনার্জি সলিউশনে রূপান্তরে বাংলাদেশকে সাহায্য করবে।
দেশীয় ভ্যাকসিন, থেরাপিউটিকস ও ডায়াগনস্টিকস স্থাপনা ও ভ্যাকসিন সরবরাহে জাতীয় নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার জন্য দেবে ৩৩ কোটি ৬৫ লাখ ডলার। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানি, স্যানিটেশন সেবার জন্য দেয়া হচ্ছে নয় কোটি ডলার।
এ ছাড়া, বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি (আইটি) প্রোগ্রামের উন্নয়নের জন্য আরেক চুক্তিতে বাংলাদেশকে পাবে ১০ কোটি ডলার।
বাংলা৭১নিউজ/এসএইচ