বাংলা৭১নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে শুক্রবার সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরুকে বহনকারী পাজেরো জিপ দুর্ঘটনার কবলে পড়ে।
এতে আবদুল মতিন খসরু সামান্য আহত হয়েছেন এবং তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে আবদুল মতিন খসরুর গাড়িচালক বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাস ও পিকআপ ভ্যানের চালকদ্বয়কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মীরপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে সাব্বির (২০) ও কুমিল্লার ভুইয়াপাড়া এলাকার তারা মিয়ার ছেলে রমিজ (২২)।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, শুক্রবার সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু পাজেরো গাড়িতে করে কুমিল্লা যাচ্ছিলেন।
সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে কুমিল্লার দিক থেকে আসা আকাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যান আবদুল মতিন খসরুর গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় ও আবদুল মতিন খসরু সামান্য আঘাত পান।
বাংলা৭১নিউজ/জেএস