বাংলা৭১নিউজ, কুমিল্লা: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরলে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। এরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহতরা হচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলার গন্ডামারা গ্রামের সুলতান মিয়ার ছেলে আবদুর রাজ্জাক (৩৫), তার স্ত্রী ঝর্না বেগম (২৫), শাশুড়ি জয়নবুন নেছা (৫৫) ও সিএনজি অটোরিকশার চালক বাচ্চু মিয়া। আহত হয়েছে রাজ্জাকের সাত বছরের ছেলে রাজু ও এক আত্মীয় ইসহাক মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসহাক মিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ পাল জানান, নোয়াখালীমুখী যাত্রীবাহী ইকোনো বাসটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এসে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি অটোরিকশার চালক বাচ্চু মিয়া মারা যান। নিহত ও আহতদের পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।
বাংলা৭১নিউজ/সিএইস