বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফলের প্রায় ৩শ’ কিলোমিটার সড়ক বর্তমানে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন অংশে খানাখন্দে পরিণত হওয়ার ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘটছে নানা দূর্ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, কেবল মাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় উপজেলার ১৫ ইউনিয়নে সারে ৫শ’ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। বর্তমানে ৭০ কিলোমিটার সড়কের টেন্ডার ও নির্মাণ কাজ চলমান রয়েছে।
সরেজমিন (শুক্র ও শনিবার) উপজেলার কয়েকটি ইউনিয়নের সড়ক পরিদশর্ন করে দেখা গছে, তা চলাচলে অনুপযোগি হয়ে পরেছে। নুরাইপুর খেয়াঘাট থেকে ভড়িপাশা পর্যন্ত, সিকদার বাজার থেকে কালিশুরী পর্যন্ত, কালিশুরী থেকে কনকদিয়া বাজার পর্যন্ত, কনকদিয়া বাজার থেকে বীরপাশা ও কাছিপাড়া, আনারশিয়া, আনারকলিছিটকা মহশিন মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর গ্রাম পর্যন্ত, আমিরাবাদ গ্রামের কালেখা ব্রিজ থেকে বাজার পর্যন্ত, মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দি¦পাশা আলুলতার খাল পর্যন্ত, মধ্য যৌতা বাবুর হাট থেকে কাঠের পুল পর্যন্ত, নওমালা ১নং ওয়ার্ড বাধের হাট থেকে বড় ব্রিজ পর্যন্ত, একই এলাকার ৮নং ওয়ার্ডের সরদার বাড়ি পর্যন্ত এবং নওমালা নগরের হাট সড়কটির বেহাল অবস্থা।
এসব সড়কের অধিকাংশ জায়গায় খানাখন্দে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সড়কের ভাংঙ্গা অংশে কাদা-পানি জমা হয়ে থাকায় সাধারন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। যনবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। প্রতিদিন ঘটছে নানা দূর্ঘটনা। মারা যাচ্ছে মানুষ।
প্রধান ও আভ্যন্তরীণ সড়কগুলোর এ বেহাল অবস্থায় অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রতি বাধাগ্রস্থ করছে বলে মনে করছেন ওই সব এলাকার স্থানীয় লোকজন। ভাংঙ্গা রাস্তার কারণে পণ্য পরিবহনে বাধাগ্রস্থ হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১শ’ কিলোমিটার সড়ক সম্পূর্ণ ও ২শ’ কিলোমিটার সড়ক আংশিক চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। মাঝে মধ্যে প্রধান ও আভ্যন্তরিণ কিছু সড়কের খানাখন্দ মেরামত করা হলেও মাস যেতে না যেতেই তা আগের চেহারায় ফিরে যায়।
এ ব্যাপারে বাউফল উপজেলা প্রকৌশলী মো: জহিরুল ইসলাম জানান, সড়কগুলো খারাপ হওয়ার পিছনে বড় চাকার লড়ি গাড়িগুলোকে দায়ি। লড়ি গাড়িগুলোর মেশিন জমি চাষের ক্ষেতে ব্যবহার করার কথা থাকলেও মেশিনের সাথে অতিরিক্ত বডি সংযোজন করে তা দিয়ে মালামাল পরিবহন করার কারণে সড়কগুলো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিষয়টি উপাস্থাপন করা হবে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস