বাংলা৭১নিউজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে দিনাজপুরের হিলি বন্দরের প্রতিটি সড়কে স্বেচ্ছায় অঘোষিত লকডাউন করেছেন স্থানীয়রা পাশাপাশি রাস্তায় বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না ্ধসঢ়;এবং প্রয়োজনীয় যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনে চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা।
সকাল থেকে হিলি-জয়পুরহাট, হিলি-দিনাজপুর ও হিলি- ঘোড়াঘাট সড়কে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এলকাবাসী। একান্ত প্রয়োজন ছাড়া কোন যানবহন বা অন্য জেলা ও উপজেলা থেকে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না স্থানীয় জনগন ও পুলিশ। ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় সীমান্তবর্তী এ উপজেলায় যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে স্থানীয়রাসহ আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করে কিছু লোক অপ্রয়োজন ছাড়াই অবাধে বহিরাগতরা চলাফেরা করার চেষ্টা করছে। করোন সংক্রমান ঝুঁকির প্রতিরোধ করতে কঠোর অবস্থায় অবস্থান করছেন স্থানীয় জনগন ও প্রশাসন।
এবিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, সরকার চাচ্ছে ঘর থেকে কেউ যেন বের না হয়। করোনাকে প্রতিহত করতে আমরা স্থানীয়দের সাথে সহযোগীতা করছি। অন্য জেলা ও উপজেলা থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শুধু কাঁচা মালবাহী ও ঔষুধের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। প্রতিটা গ্রামের রাস্তায় স্থানীয় জনগন বাশ দিয়ে বন্ধ করে রেখেছে। উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম জানান, করোনা প্রতিরোধে পুলিশ, বিজিবি, আনসার, উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা এক যোগে কাজ করে যাচ্ছে। তারা ত্রান বিতরনের সহযোগিতা ছাড়াও অপ্রয়োজনে লোক চলাচল বন্ধে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।
উপজেলা চেয়ারম্যান ও হিলি আমদানিকারক গ্রæপের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, করোনা প্রতিরোধে শুরু থেকেই বন্দরের আমদানি- রফতানি বন্ধ রাখা হয়েছে। অপ্রয়োজনে বহিরাগতরা হিলিতে আসলেই তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সড়কের প্রতিটা পয়েন্টে পয়েন্টে চেকিংএর ব্যবস্থা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএস