বাংলা৭১নিউজ, ঢাকা: যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপদ মোড়ে আত্মীয়কে বিদায় দিতে এসে কন্টেইনারের চাপায় শিশু কন্যাসহ মা মাহিনুর বেগম (২৫) প্রাণ হারিয়েছেন।
রবিবার রাত পৌনে ১২টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মাহিনুরের স্বামী লাবু মিয়া জানান, তারা গেণ্ডারিয়ার ধুপখোলা নামাপাড়ায় ভাড়া থাকেন। রাতে তাদের বাসায় এক আত্মীয় আসেন। খাওয়া-দাওয়া শেষে তাকে বিদায় জানাতে মেয়ে শাহনাজ আক্তারকে (৫) কোলে নিয়ে রাস্তায় যান তার স্ত্রী।
এ সময় একটি দ্রুতগতির কন্টেইনার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আতহাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস