রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

সৎমা আসার পর থেকে বন্দী ছিল লাবণী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, খুলনা প্রতিনিধি: ছয় বছরের লাবণীর মা ছিলেন বাক্‌প্রতিবন্ধী। তাই প্রায় এক বছর আগে তাঁকে তালাক দেন বাবা। মা তাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যেই বাবা আরেকটি বিয়ে করেন। ঘরে সৎমা আসার পর লাবণীর ঠাঁই হলো গোয়ালঘরে। সেখানে তাকে রশি দিয়ে বেঁধে রাখা হতো। লাবণীকে এই বন্দীদশা থেকে গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে।

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের আইতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু লাবণীর প্রতি অবহেলা ও তাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বাবা আফজাল খান, সৎমা রুপা বেগম ও দাদি মর্জিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাবণীকে পাঠানো হয়েছে খুলনার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আফজালের প্রথম স্ত্রীর নাম নিশ্চিত হওয়া যায়নি। তিনি দুই সন্তানের জননী। তারা হলো আবদুর রহমান (১৫) ও লাবণী খান (৬)। মাসখানেক আগে লাবণীর মায়ের মৃত্যু হয়। এদিকে শিশু লাবণীকে গোয়ালঘরে আটকে রাখার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। ঘটনাটি এলাকায় হইচই ফেলে দেয়।

খুলনা সমাজসেবা অধিদপ্তরের সিএমএম কোর্টের প্রবেশনাল অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, তিনি শুক্রবার রাতে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ঘটনাটি শোনেন। এরপর গতকাল সকালে ওই বাড়িতে যান। তখনো মেয়েটি ওই গোয়ালঘরের মধ্যে আটকা ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। মেয়েটির ওপর এমন নির্যাতন করা হয়েছে যে সে অস্বাভাবিক আচরণ করে। সে অপুষ্টিতে ভুগছে। ইউনিয়ন সমাজসেবার কর্মী আনসার আলী বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।

ডুমুরিয়া থানার ওসি হাবিবুল হোসেন বলেন, লাবণীর বাবা, সৎমা ও দাদিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com