বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ধোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান, প্রেস ক্লাবের আহবায়ক মো. শাহজাহান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাজাহান হাওলাদার প্রমুখ। কনফারেন্স শেষে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
বাংলা৭১নিউজ/জেএস