বাংলা৭১নিউজ ডেস্ক: অবিশ্বাস্য দাম আর আকর্ষণীয় সব ফিচার নিয়ে নোকিয়া এবার বাজারে আনলো স্মার্টওয়াচ। স্টিল, গ্রে আর স্টিল এইচআর – এই তিন রকম মডেল রয়েছে ঘড়িটির।
যা আছে এই এই ঘড়িতে –
১. নোকিয়া স্মার্টওয়াচে রয়েছে ১.৫ ইঞ্চি এলইডি ডিসপ্লে।
২. ওয়াইফাই, ব্লুটুথ, কানিক্টিভিটি।
৩. স্মার্ট স্লিপ প্যাটার্ন সেন্সর, যা আপনার কাজকর্ম ট্র্যাক করতে পারবে।
৪. হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, স্পিকার, মাইক্রোফোনসহ একাধিক স্মার্ট ফিচার্স।
৫. ব্যাটারি ব্যাপআপ একটানা প্রায় ২৫ ঘণ্টা।
বাংলাদেশের বাজারে এই স্মার্টওয়াচের দাম পড়বে প্রায় ১৬ হাজার টাকা।
বাংলা৭১নিউজ/সিএইস