বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতা দুই ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে শহরের ঝিলটুলী এলাকার শহীদ সুফী সড়কের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করে। সন্ধানী ডোনার ক্লাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. হাসান মুরাদ ও সংবর্ধিত বিভাষ দত্ত এবং জগজীবন সাহা।বক্তারা বলেন, রক্ত জীবন বাঁচায়।যারা স্বেচ্ছায় রক্ত দেন তারা মহৎ প্রাণ।
তারা বলেন, বিভাষ দত্ত ও জগজীবন সাহা স্বেচ্ছায় রক্তদান করে উদাহরণ সৃষ্টি করেছেন। তাদের দেখানো পথে আজকের তরুণরা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী।
আজ বিভাষ দত্ত হাফ সেঞ্চুরি করলো, আগামিতে আরো আমারা অনেক সেঞ্চুরিয়ান দেখতে চাই। তাহলে ফরিদপুরবাসীর রক্তের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরতে হবে না।
পরে অতিথিরা সংবর্ধিতদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।শেষ পর্বে বিভাষ দত্ত ৫০তম ব্যাগ, জগজীবন সাহা ৬৯ ব্যাগ এবং ১০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস