বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় টুঙ্গিপাড়া বিজয় গেস্ট হাউজে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এ সময় নির্মল রঞ্জন গুহ’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান নির্মল রঞ্জন গুহ।
আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।
এ সময় তিনি নবগঠিত সকল উপদেষ্টা, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক, উপ – সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কমিটির সদস্যদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আবদুর রাজ্জাক, নির্মল চ্যাটার্জী, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলিম ব্যাপারী, সালেহ মো. টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।
বাংলা৭১নিউজ/এএম