বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: কামরুল হাসানকে আজ রোববার (২২ জুলাই) ভোরে বাগরাকসা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে শেরপুর সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, কামরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া সে সরকার বিরোধী নানা কর্মকান্ডে লিপ্ত।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই মিথ্যা মামলা দিয়ে কামরুলকে গ্রেফতার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস