বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়নের ৫১৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ১২০ কোটি টাকা।
সোমবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়। সোমবার এই সহায়তা অর্থ ছাড়ের বিষয়টিও অনুমোদন পেয়েছে।
‘স্বাস্থ্য খাত সহায়তা প্রকল্প’ এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেবার মান্নোয়ন করা হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১৫ মিলিয়ন ডলারের সহায়তার এই প্রকল্পটি দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করবে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং এর গুণগত মান আরো উন্নত করবে।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগে অন্তত ১ লাখ ৪৬ হাজার মা স্বাস্থ্যসেবা পাবে। এ ছাড়া ৫০ লাখ শিশুকে মৌলিক টিকা প্রদান করা সম্ভব হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে দেওয়া এই ঋণে মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ হারে সুদ দিতে হবে। ছয় বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে তা পরিশোধ করা যাবে।
বাংলা৭১নিউজ/সিএইস