মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্বাস্থ্য কর্মকর্তা নিখোঁজ, খুঁজছে পুলিশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এম এস এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতন কুমার দে (৫৫) ২দিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার (১৯ফেব্রুয়ারি) কর্মস্থল থেকে নগরীর সিভিল সার্জন কার্যালয়ের উদ্দেশ্যে বের হলেও গন্তব্যে এবং বাসায় কোথায় যাননি তিনি।
এ ঘটনার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তার পরিবারে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজের সংবাদ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেছে বোয়ালখালী থানা পুলিশ। এব্যাপারে পরিবারের পক্ষে তার স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সকাল ১০টা থেকে আমাদের মাসিক সমন্বয় সভা ছিল। উনি সমন্বয় সভায় আসেননি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, সকাল সাড়ে ৮টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। জেলার সমন্বয় সভায় আসার কথা বলে ৯টার দিকে সেখান থেকে তিনি বের হন। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।
সিভিল সার্জন আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন কিছুদিন ধরে উনি মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে ভালোভাবে কথা বলতেন না। উনার এক ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন। কি হয়েছে, আসলে আমরা কিছুই ধারণা করতে পারছি না।
এদিকে একটি অসর্থিত সূত্র বলছে, নিখোঁজের আগে তার কাছে এবং নিখোঁজের পর তার পরিবারের কাছ থেকে মোবাইলে ২০ লক্ষ টাকা দাবী করেছে। তবে বিষটির ব্যাপারে তার পরিবার নিশ্চিৎ করেনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা.রতন কুমার দে’র বাড়ি বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসায় বসবাস করতেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিমাংসু কুমার দাস রানা জানান, এখনো নতুন কোন তথ্য নেই। তবে নিখোঁজ ডা. রতন কুমার দে‘র স্ত্রী মেলি দে বাদি হয়ে থানায় নিখোঁজ ডায়েরি কেেছন। সর্বশেষ মোবাইলের অবস্থানকে লক্ষ্য করে নেটওয়ার্ক ট্রেকিং এর মাধ্যমে পার্শ্ববতী উপজেলা রাঙ্গুনিয়া, রাউজান সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। আশা করছি তাঁকে দ্রুত উদ্ধারে সক্ষম হব। বিষয়টি নিয়ে পুলিশ ও সংশ্লিষ্টরা গ্ররুত্বসহকারে কাজ করছে বলেও জানান ওসি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com