বাংলা৭১নিউজ,(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে নিকি বালা ত্রিপুরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরের মোহন ত্রিপুরার স্ত্রী। সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরে মদ্যপ ফুলেন্দ্র ত্রিপুরার সঙ্গে তার স্ত্রী জীবন বালা ত্রিপুরার ঝগড়া হয়। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যকার ঝগড়া থামাতে এগিয়ে যান প্রতিবেশী মোহন ত্রিপুরা ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরা। স্বামী-স্ত্রীর মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন মোহন ত্রিপুরা ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরাসহ তিনজন। আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে নিকি বালা ত্রিপুরার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফুলেন্দ্র ত্রিপুরা, তার স্ত্রী জীবন বালা ত্রিপুর এবং অমর বিজয় ত্রিপুরা নামে তিনজনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে