বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর দোল মেলায় স্বামীর হাত পা বেধে তার সামনে এক বেদেনীকে গণধর্ষনের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করা হলেও নেতৃত্ব দেওয়া ডাকাত শাহাদতসহ তার চার সহযোগিকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তারের পরই ধর্ষনকারীদের দ্রুত কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গোপিনাথপুরের শাহিন মন্ডল ও লেবু প্রামানিক।
পুলিশ জানায়, গত ৮ মার্চ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে বেদের বহর আসে আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায়। তাদের মধ্যে এক গৃহবধুকে ডাকাত শাহাদত ও তার পাঁচ সহযোগি মেলা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে। ঘটনার পরই নিঁেখাজ ওই ধর্ষনের শিকার বেদেনী ও বেদের দল। ২৭ মার্চ ধর্ষনের শিকার ওই বেদেনী গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এরপর ওই বেদনী বাদি হয়ে শাহাদত সহ ৬ জনকে আসামী করে আক্কেলপুর থানায় গণধর্ষণের মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে ওই বেদেনীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্কেলপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনাটি স্বীকার বলেন, মেয়েটিকে মেডিকেল পরীক্ষার করার জন্য জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলায় অভিযক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস