বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সোনা বানু নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিপন হোসেন নামে এক যুবকে আটক করেছে পুলিশ। নিহত সোনা বানু (৪০) কাকডাঙা গ্রামের বদরুজ্জামানের স্ত্রী। আটক রিপন হোসেন নিহতের প্রতিবেশী ও ওই গ্রামের শহিদুল্লাহর ছেলে।
সোনা বানুর ভাই আকবার হোসেন জানান, প্রতিবেশী শহিদুল্লাহর সঙ্গে সোনা বানুর স্বামী বদরুজ্জামানের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে সোনা বানুকে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে হঠাৎ নিখোঁজ হন সোনা। রাতে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে রাখা হয়। সোমবার সকালে স্থানীয়রা পুকুরের একপাশে একটি গাছের শিকড়ের মধ্যে মরেদহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার বিষয়ে কলারোয়া থানার ওসি মনীর উল গিয়াস বলেন, গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিপন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করছি, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস