বাংলা৭১নিউজ,(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পাল্লাতল চা বাগানে স্ত্রী ও শাশুড়িসহ চারজনকে খুন করে নির্মল কর্মকার নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় আহত প্রতিবেশী কাকন বালা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।
বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পাল্লাতল এলাকায় চার হত্যা ও এক আত্মহত্যার ঘটনায় নিহত প্রতিবেশী বসন্ত বক্তার স্ত্রী আহত কাকন বালা আটদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৭ জানুয়ারি) সকালে মারা গেছেন।
গত ১৯ জানুয়ারি বড়লেখায় পাল্লাতল চাবাগানে স্ত্রী জলি বুনার্জি , শাশুড়ি লক্ষ্মী বুনার্জি এবং প্রতিবেশী বসন্ত বক্তা ও বসন্তের মেয়ে শিউলী বক্তাকে হত্যার পর নির্মল কর্মকার আত্মহত্যা করেন। এ সময় গুরুতর আহত হন প্রতিবেশী বসন্ত বক্তার স্ত্রী কাকন বালা। ঘটনার দিন থেকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনার দিনই একটি হত্যা মামলা ও একটি অপমৃত্য মামলা করা হয়।
বাংলা৭১নিউজ/এনএফ