বাংলা৭১নিউজ,(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নববধূকে নিপীড়নের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ওই নববধূর স্বামী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা (নং-৯, তাং ১৬/৬/২০২০ ইং) করেছেন। এর পরই উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- একই গ্রামের নোয়াব আলীর ছেলে হাছন আলী (২২), গোলাম রাব্বানীর ছেলে শাহাব উদ্দিন (২০), হাবিবুর রহমানের ছেলে এমদাদুর রহমান (৩০) ও নূর উদ্দিনের ছেলে জমির উদ্দিন সেবুল (২২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত সাড়ে ১২টার দিকে ওই চার যুবক বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামীর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে রেখে নববধূকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে রাতভর পালাক্রমে নিপীড়ন চালায়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম জানান, ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছিল। খবর পেয়ে অভিযুক্ত চার ধর্ষককে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/জেআই