বাংলা৭১নিউজ,(ঝিনাইদ)প্রতিনিধি: ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কুদ্দুস কবিরাজকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক কুদ্দুস কবিরাজ যশোরের চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবিরাজি করার কারণে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রামের আমির হোসেনের বাড়িতে কুদ্দুস কবিরাজের যাতায়াত ছিল। এরই সূত্র ধরে পার্শ্ববর্তী বাড়ির স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। শনিবার রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেন কুদ্দুস কবিরাজ। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/আর,আর