বাংলা৭১নিউজ(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পারিবারিক কলহের জেরে রুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামীর হাতে নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক নজরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দী বাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক নজরুল ইসলাম ওই গ্রামের মোজাফফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে নজরুল ইসলাম নিজের ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় তারা বাইরে বের হয়ে দেখেন নজরুলের মুখ কসটেপ দিয়ে আটকানো, দুই হাত পেছনের দিকে গামছা দিয়ে বাঁধা। স্থানীয়রা তার মুখের টেপ ও বাঁধন খুলে দিলে সে ‘বাড়িতে ডাকাতি হচ্ছে, আমার দুই বছরের ছেলে রাফিকে কূপের মধ্যে ফেলে দিতে চায়। তাকে বাঁচান’ বলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দেখেন বিছানায় স্ত্রী রুমি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন আর ছেলে রাফি ঘুমিয়ে আছে। এ সময় উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমীকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, স্বামী নজরুলের সঙ্গে রুমির দীর্ঘদিন যাবত বনিবনা হচ্ছিল না। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাত দেড়টার দিকে স্ত্রীকে হত্যার পর বাড়িতে ডাকাতি হয়েছে বলে নাটক করে নজরুল।
তিনি আরও বলেন, রোববার সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় কালো দাগের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে স্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করেছে নজরুল। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএইচ