বাংলা৭১নিউজ, ডেস্ক: স্বাভাবিক জনজীবনে ফিরেছে তুর্কীরা। শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনার দুইদিন পর সোমবার প্রথম তুরস্কে অফিস-আদালত খুলেছে। সপ্তাহের প্রথম দিনে সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
দীর্ঘ দিন থেকে তুরস্কে অবস্থানরত রাশেদ হাসান বলেছেন, অন্যান্য পেশার লোকেরাও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছে। সোমবার শহরের ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাটেও লোকজনের সমাগম ছিল স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়।
তিনি জানান, ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে এখনো কিছু থমথমে অবস্থা বিরাজ করলেও সবকিছুই চলছে স্বাভাবিকভাবে। রাস্তায় গাড়ি চলাচল করছে আগের মতই। বিমান চলাচলও আগের অবস্থায় ফিরেছে।
বাংলা৭১নিউজ/সিএইস