বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর মৎস্য ভবন এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাস ও একাধিক প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে স্বাধীন পরিবহনের চালক মো. নজরুল ইসলামকে (৪৩) গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলশেন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান।
উল্লেখ্য, আজ সকাল ৭টায় রাজধানীর মৎস্য ভবন এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাস ও একাধিক প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নূর আলম (৩০) ও শরীফ (২০)।
থানা সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় দু’টি বাস, তিনটি প্রাইভেটকার ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা হতাহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এস.এ.বি