বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নাকে গেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে খুলনা শহর থেকে তাকে গ্রেফতার করে। (২৬মার্চ) সোমবার বিকালে সাতক্ষীরা নিউমার্কেট চত্ত্বরে পৌর আ.লীগ আয়োজিত স্বাধীনাতা দিবসের আলোচনা সভায় যুবলীগের হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, মোবাইল ট্রাকিং করে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। খুলনা শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে পৌর আ.লীগ স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া, সাবেক এমপি ও জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক এমপি ইঞ্জিনিয়র মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ আ.লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য চলাকালে জেলা যুবলীগের আবহায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মঞ্চে হামলা চালানো হয়। হামলায় মঞ্চ ভাংচুরকরাসহ সদর এমপি রবিসহ কয়েকজন নেতা লাঞ্চিত করা হয়। এবং জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, সদস্য আজিজুর রহমান বাবলুসহ ৯ জন আহত হন।
এঘটনায় সোমবার দিবাগত রাতে সদর এমপি’র নিকট আত্মীয় জয়নুল আবেদীন জোসি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মান্নানকে ১ নং আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস